| |
               

মূল পাতা জাতীয় ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন: খাদ্যমন্ত্রী


২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন: খাদ্যমন্ত্রী


রহমত ডেস্ক     26 March, 2022     11:31 AM    


খাদ্যমন্ত্রী সাধন চদ্র মজুমদার বলেছেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা পাই স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে নওগাঁয় শহরের মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।