রহমত ডেস্ক 25 March, 2022 09:36 PM
রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটি এ সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
এরআগে গতকাল বৃহস্পতিবার বিকেলে একই স্থানে সংবাদ সম্মেলন করে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার বাস চালকের এখনও জামিন না হওয়ায় এ কর্মসূচি দেওয়া হয়।
এর আগে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসককে। সে সময় চালক আবদুর রহিমের মুক্তির জন্য ২৪ মার্চ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। কিন্তু ২৪ মার্চ তার জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়।