| |
               

মূল পাতা জাতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী


রহমত ডেস্ক     21 March, 2022     08:53 PM    


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজিং ভ্যানে প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণে সহযোগিতা করেছেন। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে। আমরা এই পর্যন্ত ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মর্ডানার টিকা।

এ সময় বাংলাদেশের টিকা কর্মসূচির প্রশংসা করে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বাংলাদেশ টিকাদানে বড় সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে টিকাসহ করোনার যেকোনো সামগ্রী প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত।