| |
               

মূল পাতা রাজনীতি ছাত্র জমিয়তের সীরাত প্রবন্ধ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন


ছাত্র জমিয়তের সীরাত প্রবন্ধ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন


রহমত ডেস্ক     17 March, 2022     10:00 PM    


মাহে রবিউল আউয়াল-১৪৪৩ হিজরী উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ-একাংশের আয়োজিত জাতীয় সীরাত প্রবন্ধ প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টায় পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ প্রতিযোগীদের হাতে নগদ অর্থ পুরষ্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ছাত্র জমিয়তের আজকের সীরাত প্রবন্ধ প্রতিযোগিতা এটা প্রাথমিক পর্যায়ের। এটাকে আরো এগিয়ে নিতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দিতে হবে। বিশ্ব সভ্যতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবদান হলো- ইসলামের আগেও অনেক ধর্ম, মতবাদ ছিলো কিন্তু কোথাও মানবতা ছিলো না। ইউরোপ-আমেরিকাতে মানুষ পশুর মতো জীবন-যাপন করতো, ভারতীয় উপমহাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কোন মানবতা ছিলোনা। ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ায় এসে এই সিস্টেম পরিবর্তন করে দিয়েছে। বিশ্ব সভ্যতায় মানবতার এক নজির স্থাপন করেছে।  ইসলাম আসার আগে পৃথিবীতে প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছিলোনা। ভারত, চীন, ইউরোপ, আমেরিকা, ইরান, ইরাক কোথাও ছিলো না। ইসলাম পূর্ব যুগে পৃথিবীতে কোনো সুষ্ঠু আইন ছিলো না। সে যুগকে আইয়ামে জাহিলিয়্যাত বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে অনেক রাজা বাদশারা জনগণের উপর জুলুম-অত্যাচার, ব্যভিচারে লিপ্ত ছিলো। ইসলাম এসে এগুলোকে প্রতিরোধ করে দিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, প্রতিযোগিতার অর্থ হচ্ছে- সুপ্ত প্রতিভা বিকশিত করা। প্রতিযোগিতার মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করা যায়। একজন শিক্ষার্থী যখন তার দুর্বলতা বুঝতে পারবে তখন সে আগামীদিনের সফলতা অর্জন করবে। ইনশাআল্লাহ, আগামী দিনে ছাত্র জমিয়ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, সীরাত প্রতিযোগিতার আয়োজন করবে। আজকের প্রতিযোগিরা আগামী দিনে বড় লেখক, মুহাদ্দিস ও ইসলামিক স্কলার হবে।

ছাত্র জমিয়তের সভাপতি এখলাসুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক ফরিদ আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরি, লেখক গবেষক এইচ এম আবু সালেহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতী শরিফুল ইসলাম,  ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, সহ সভাপতি জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক রিদওয়ান মাজহারী, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ, দফতর সম্পাদক ইয়াকুব কামাল, কে এম তাহমিদ হাসান প্রমুখ।