মূল পাতা শিক্ষাঙ্গন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করল শিক্ষার্থীরা
রহমত ডেস্ক 16 March, 2022 03:13 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অনার্স ১৯-২০, ১৮-১৯ ও ১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেছেন। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ২০১৭-১৮, ১৮-১৯ ও ১৯-২০ সেশনের পরীক্ষার খাতা পুনর্বিবেচনা করাসহ তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।
পরে দুপুরে ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর একটার দিকে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীকে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
২. দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে ও ২০ নম্বর ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।
৩. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।
আন্দোলনকারীরা জানান, তাদের শিক্ষকরা দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে যৌক্তিক সমাধান না হলে আমরা আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দেবো।