| |
               

মূল পাতা সারাদেশ মহানগর বাম জোটের হরতালে সমর্থন থাকবে : আমান


বাম জোটের হরতালে সমর্থন থাকবে : আমান


রহমত ডেস্ক     12 March, 2022     05:59 PM    


দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ তারিখ বাম জোটের হরতালের প্রশংসা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান বলেছেন, দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাম মোর্চা যে কর্মসূচি দিয়েছে তা অবশ্যই ভালো। এই কর্মসূচিতে আমাদের সহায়তা ও সমর্থন থাকবে। জনগণের উপর দ্রব্যমূল্য চেপে বসেছে সে জন্য বিএনপি কর্মসূচি দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ কর্মসূচি। আজ (১২ মার্চ) শনিবার দুপুরে বনানী কার্চা বাজার থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, গত ২৬ তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ করেছে। সেখানে লক্ষ্য জনতার সামনে আমরা বলেছি দ্রব্যমূল্য কমাতে হবে। গত ২৮ তারিখ সকল মহানগরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ হয়েছে এবং লিফলেট বিতরণ হয়েছে। দুই তারিখ দেশের সকল জেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়েছে। এরপর ৫ তারিখ সকল উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়। আজ ১২ তারিফ দেশের গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, বন্দরে, বাসস্ট্যান্ডে, লঞ্চ টার্মিনালের লিফলেট বিতরণ করা হচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা বনানী