মূল পাতা ইসলাম জুমার বয়ান রমজানের ইবাদতের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে
রহমত ডেস্ক 11 March, 2022 07:37 PM
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেছেন, রমজান মাস অতি আসন্ন। রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজমান আসার দু’মাস পূর্ব থেকেই রজমান পাওয়ার জন্য দোয়া করতেন এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে রজমানের প্রস্তুতি গ্রহণ করতেন। অথচ তাঁর প্রস্তুতির প্রয়োজন ছিল না। আল্লাহ তায়ালা তাঁকে যে অসংখ্য মর্যাদা দান করেছেন তার শুকর আদায় ও উম্মতকে শিক্ষা দেয়ার জন্য এরকম প্রস্তুতি গ্রহণ করতেন। আজ (১১ মার্চ) শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুহিববুল্লাহিল বাকী বলেন, বর্তমান মুসলিম সমাজের দিকে নজর দেয়া হলে দেখা যায় যে, রমজানের ইবাদতের কোন প্রস্তুতি নেই, তবে রমজানে খাওয়া দাওয়াতে যেন ত্রুটি না হয় তার জন্য রজমানের আগে থেকে বিভিন্ন আহার্য্য দ্রব্যাদি কিনে জমা ও মজুদ করে রাখা হয়। রমজানকে সামনে রেখে রমজানের ইবাদতের কোন প্রস্তুতি ও পরিকল্পনা নেই। যেটা রমজানের আসল উদ্দেশ্য। রমজান কৃচ্ছতা সাধনের মাস। রমজানে কৃচ্ছতা সাধন করার পরিবর্তে অতি ভোগের মানসিকার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা বেড়ে যায়। দুঃখের বিষয় হল রমজানে রোজাদারেরা চাহিদা কমানোর পরিবর্তে চাহিদা বৃদ্ধি করে এবং ব্যবসায়ীরা রজমান উপলক্ষে ছাড় দেয়ার পরিবর্তে মূল্য বৃদ্ধি করে। রমজানকে সামনে রেখে অতি মাত্রায় ভোগ ও মূল্যবৃদ্ধির মানসিকতা পরিহার করে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার আশায় রমজানের ইবাদতের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। যাতে করে প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করতে করতে রমজান শেষ হয়ে না যায়। আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।