মূল পাতা মুসলিম বিশ্ব সৌদিতে ২ বছর পর স্বাভাবিক নিয়মে জুমার নামাজ অনুষ্ঠিত
বেলায়েত হুসাইন 11 March, 2022 09:15 PM
মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ সৌদি আরবের মসজিদগুলোতে দুই বছর পর প্রথমবারের মতো স্বাভাবিক নিয়মে নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
শুক্রবার (১১ মার্চ) দেশটির সব মসজিদেই সামাজিক দূরত্ব মানা ছাড়া জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন প্রতিটি মসজিদের ইমামরা কাতার স্বাভাবিক করতে ও কাতারের মাঝে দূরত্ব না রাখতে মুসুল্লিদের বিশেষ নির্দেশনা দেন।
মসজিদে স্বাভাবিক নিয়ম ফিরে আসায় মুসুল্লিদের আনন্দিত দেখা যায়। মসজিদগুলোতে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে আসায় আনন্দ প্রকাশ করে তাঁরা।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনার প্রাদুর্ভাবের আশঙ্কায় মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি পালনে নিয়ম জারি করা হয়। ২০২০ সালের মার্চ থেকে সামাজিক দূরত্ব ও আরো বেশ কিছু বাধ্যবাধকতা মেনে নামাজ পড়তে হত মুসুল্লিদের। এখন আর এরূপ কঠোরতা মানতে হবে না। যদিও দুই মুসুল্লির মাঝে শুরুতে করা দেড় ফুটের দূরত্বের শর্ত গত বছর আধা ফুট করা হয়েছিল।
সূত্র : উর্দু নিউজ