| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না : পরিকল্পনামন্ত্রী


বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না : পরিকল্পনামন্ত্রী


রহমত ডেস্ক     05 March, 2022     03:47 PM    


বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‌‌'ভোট দেওয়া না দেওয়ার হিসেব আমরা করব আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে। মূলত দেশের স্বার্থের কথা চিন্তা করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরও অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।’

শনিবার (০৫ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সুবর্ণজয়ন্তী চত্বর ও আভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এইসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া ও ইউক্রেনকে বলেছি শান্তিপূর্ণ অবস্থানে গিয়ে সমঝোতা করতে। বাংলাদেশ সাধ্য মতো সাহায্য করবে।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিএনপি বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টা হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা বেজে যায় তাহলে আমরা বিদায় নিয়ে নিব। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাবো। সুতারাং হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ কারো হুমকিকে ভয় পায় না।

জাতীয় নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘কে আসবে না, আসবে এটা তাদের সিদ্ধান্ত। তবে আমরা আশা করব জাতীয় উন্নয়ন-অগ্রগতির প্রশ্নে তারা আসবেন। ’ তিনি বলেন, আমাদের কাজ দেখে দেশের মানুষ খুশি। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। বিদ্যুৎ পেয়ে হাসছে দেশের মানুষ। দেশে খাদ্যের কোনো অভাব নাই। তবে কিছুটা দাম বাড়ায় জনগণ চিন্তায় আছেন। আমরা জিনিষপত্রের দাম কমানোর চেষ্টা করছি।