| |
               

মূল পাতা অর্থনীতি ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১৩৯১ টাকা


ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১৩৯১ টাকা


রহমত ডেস্ক     03 March, 2022     01:35 PM    


দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে প্রতি কেজি সিলিন্ডাররের দাম  ১২ টাকা ৫৪ পয়সা হিসেবে বৃদ্ধি করে ১৩৯১ টাকা  নির্ধারণ করা হয়েছে।

এ হিসাবে  ১২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়ল ১৫০ টাকা ৫৬ পয়সা। 

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্যরা উপস্থিত ছিলেন। আজ (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। 

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিকেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। সে সময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়।