রহমত ডেস্ক 01 March, 2022 07:15 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের সকল উদ্যোগ ছিলো জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের পছন্দমত সিইসি নিয়োগ দেয়ার পায়তারা মাত্র। আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন নয় বরং নির্বাচনকালীন সরকারই মূখ্য বিষয়। আমরা আবারো নিরপেক্ষ খোদাভীরু লোকের নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দাবী করছি।
আজ (১ মার্চ) মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত ১-৩১ মার্চ দেশব্যাপী দাওয়াতী মাসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, যতদিন পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিলো, ততোদিন সকল শ্রেণি পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। কোন প্রকার শোষণ, বঞ্চনা, নির্যাতন-নিপীড়ন ও লুটতরাজমুক্ত ছিলো না। ইসলামী হুকুমত না থাকায় সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি, জুলুম ও অমানবিকতার সয়লাব হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষুদা, দারিদ্র, বেকারত্ব, অশিক্ষা ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপালা মুফতী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম আল আমিন, বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, মাওলানা কাওসারুল ইসলাম, মাওলানা মুফতী শাহাদাত হোসেন নূরী, মাওলানা নাসির উদ্দিন নাইস, মুহাম্মাদ শামীম রাড়ি, মাওলানা আবুল কালাম আজাদ, এইচ এম সানাউল্লাহ তানভীর আহমেদ শোভন প্রমূখ।
অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ চত্ত্বরে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়া সংগঠনের ৮৬টি সাংগঠনিক জেলায় একযুগে দাওয়াতী মাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।