| |
               

মূল পাতা সারাদেশ ভয়ের কারণ নেই, টিকার প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী


ভয়ের কারণ নেই, টিকার প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী


রহমত ডেস্ক     26 February, 2022     04:19 PM    


স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আজকে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহ থাকবে। আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় ১২ কোটি মানুষ আসবে।

আজ (২৬ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কাযর্ক্রম পরির্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশ। প্রয়োজনের অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখনো যারা টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর