রহমত ডেস্ক 20 February, 2022 11:25 AM
ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তার নাম রুবিনা আক্তার (৩২)। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শহরের কুমারশীল মোড়ে অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালে তিনটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে। রুবিনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের জামাল মিয়ার স্ত্রী।
ক্লিনিকের গাইনি চিকিৎসক ডা. শিবলী রানী দেবী ও জুনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদ আহমেদ চৌধুরী ওই নারীর সিজারিয়ান অপারেশন করেন।
জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. তৌহিদ আহমেদ চৌধুরী জানান, শনিবার সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তারা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন তার গর্ভে তিনটি সন্তান আছে।
দুপুর আড়াইটার দিকে তাকে অপারেশন করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার তিনটি ছেলে সন্তান জন্ম হয়েছে।
ডা. তৌহিদ আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, নবজাতকরা ভালো আছে। প্রসূতি মাও ভালো আছেন। শিশু তিনটি যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম ও ১ কেজি ৬০০ গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর