| |
               

মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস চলতি বছরেই কমবে করোনার তীব্রতা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


চলতি বছরেই কমবে করোনার তীব্রতা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


রহমত ডেস্ক     12 February, 2022     03:07 PM    


চলতি বছরেই করোনার তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধানের দাবি, বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হলে, চলতি বছরের মাঝামাঝিতেই করোনাভাইরাসের তীব্রতা কমে আসবে । 

শুক্রবার (১১ শুক্রবার) এ তথ্য জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চলতি বছরের জুন-জুলাইয়ে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে।

তিনি আরও বলেন, যদি এই টিকা দেওয়া শেষ হয়, তাহলে করোনার তীব্রতার পর্যায় সত্যিই শেষ হতে পারে। আমরা এটাই আশা করছি। এটা আমাদের হাতে। এটা সুযোগের বিষয় নয়, পছন্দের ব্যাপার।