রহমত ডেস্ক 01 February, 2022 03:08 PM
ঢাকা জেলা অন্তর্গত সাভার ফুলবাড়িয়াস্থ শোভাপুরে অবস্থিত জামিয়াতুল জিনানের ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফ্রেব্রুয়ারী) বাদ জোহর মুহাম্মাদ রমজানের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।
এতে ইউসুফিয়া জামে মসজিদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স মিরপুর মাদরাসার শাইখুল হাদিস মুফতি দেলওয়ার হুসাইন, জামেয়া সিদ্দিকিয়া আরাবিয়া যাদুরচর মাদরাসার শাইখুল হাদিস- সাঈদ আহমদ লাকসামী, তালিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী মামুনুর রশিদ মাহমুদী প্রমূখ।
সারা দেশের মাদরাসাগুলো হলো নবীজির ঘর উল্লেখ করে মাহফিলে আলোচকরা বলেন,মাদরাসা থেকেই মানুষ দুনিয়া ও আখেরাত সম্পর্কে প্রকৃত শিক্ষা লাভ করে তাই মাদরাসা টিকিয়ে রাখা জরুরী বলে মাহফিলে আগত সকল মুসল্লিদের অবহিত করেন।
মাহফিলে হিফজ শেষ সম্পন্ন করা শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ী প্রদান করা হয়।