| |
               

মূল পাতা সারাদেশ দিনাজপুরের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন


দিনাজপুরের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন


রহমত ডেস্ক     30 January, 2022     12:11 PM    


দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। শীতকালে বৃষ্টিপাতের পর দিনাজপুরসহ উত্তরাঞ্চলে আবারও শীত জেঁকে বসেছে। দিনাজপুরে গত তিন দিনে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শৈত্যপ্রবাহটি দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রামসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিরাজ করছে। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় মানুষের চলাচল একবারেই সীমিত। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আজ (৩০ জানুয়ারি) রবিার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার ছিল। তবে বেলা বৃদ্ধির সাথে সাথে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। এদিকে, তীব্র শীতে ইরি-বোরোর চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে খরচ বেড়ে যাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। তবে ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু স্থান হতে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে। দিনাজপুরে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কুড়িগ্রামের রাজারহাটে ৭.৫, সৈয়দপুরে ৮.২, রংপুরে ৯.৫, ডিমলায় ৮.৯, নওগাঁয় ৮.৫, রাজশাহীতে ৮.৬, চুয়াডাঙ্গায় ৮.৬, শ্রীমঙ্গলে ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর দিনাজপুর দিনাজপুর সদর