মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক 20 January, 2022 12:21 PM
নতুন বছরের জানুয়ারিতেই চারবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। সর্বশেষ গত সোমবার পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন আবার চালু হতে পারে স্থগিত পরমাণু কর্মসূচি বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন কিম। সেখানে যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতিমালা আর সামরিক হুমকি বিপজ্জনক রেখা পার করেছে বলে মত দেন নেতারা। তাই অগ্রাহ্য না করে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি।