রহমত ডেস্ক 19 January, 2022 07:57 PM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল শর্ট সার্কিটের কারণে সৃষ্ট ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালটির নতুন ভবনের ১০ম তলায় ১০৯ নম্বর কেবিন থেকে এই আগুন আতঙ্কের সৃষ্টি হয়। এসময় আতঙ্কে রোগীদের হুড়োহুড়ির ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশীদ বলেন, আমরা ৬টায় খবর পেয়ে ঢাকা মেডিকেল-২ এর ১০তলায় আসি। এসে দেখি কিছুই হয়নি। একটি টিউবলাইট থেকে শর্ট সার্কিটের কারণে সামান্য ধোঁয়া সৃষ্টি হয়েছিল। কোনো আগুন লাগেনি।
তিনি আরও বলেন, যেহেতু এটি একটি হাসপাতাল তাই আগুনের ঘটনায় ছোটাছুটি ও আতঙ্ক তৈরি হয়েছিল। এখন কোনো সমস্যা নেই। সব রোগী আবার আসতে পারবে।
১০৯ নম্বর কেবিনে ভর্তি রোগী ইরা বেগমের স্বামী আব্দুল খালেক জানান, সন্ধ্যার দিকে কেবিনের ভিতরে টিউব লাইটের স্ট্যাটারে স্পার্ক করে। তা থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে হাসপাতালের ইলেক্ট্রিশিয়ানরা এসে সেটা ঠিক করে।