| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত বিচারকাজ আবারও ভার্চুয়াল আদালতে হবে: প্রধান বিচারপতি


বিচারকাজ আবারও ভার্চুয়াল আদালতে হবে: প্রধান বিচারপতি


রহমত ডেস্ক     18 January, 2022     11:02 AM    


বিচারকাজ আবারও ভার্চুয়াল আদালতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়।

এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ​বিশ্বজিৎ দেবনাথ বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন।

তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমাদের হাইকোর্টের কয়েকজন বিচারপতি, স্টাফ এবং নিম্ন আদালতের কিছু বিচারকও আক্রান্ত হয়েছেন।