| |
               

মূল পাতা জাতীয় স্বাস্থ্যবিধি না মানলে অ্যাকশনে যাওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব


স্বাস্থ্যবিধি না মানলে অ্যাকশনে যাওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব


রহমত ডেস্ক     17 January, 2022     03:31 PM    


স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক না পরলে ১-২ দিন অবজার্ব করে অ্যাকশনে যাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে বলে দিয়েছি, দু-তিনদিন একটু পর্যবেক্ষণ করবো, তারপর কিছু কিছু অ্যাকশনে যাবো। আমরা প্রথম থেকেই অ্যাকশনে যেতে চাই না। আগে একটু দেখতে চাচ্ছি, মানুষ মানে কি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা যেভাবে বাড়ছে তাতে স্বাস্থ্যবিধি যারা মানছে না তাদের ওপর সরকার কঠোর হবে। ওমিক্রন বেশি ক্ষতিকর না এটা ভুল ধারণা। এখন আক্রান্তদের অনেকে ডেলটা ভ্যারিয়েন্ট। সতর্ক না হলে ডিজাস্টার হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা ভাইরাসের বুস্টার ডোজ নেওয়ার বয়স ৫০ বছরে নামিয়ে আনা হয়েছে।