| |
               

মূল পাতা জাতীয় নারায়ণগঞ্জ সিটির মতোই আগামী জাতীয় নির্বাচন হবে: তথ্যমন্ত্রী


নারায়ণগঞ্জ সিটির মতোই আগামী জাতীয় নির্বাচন হবে: তথ্যমন্ত্রী


রহমত ডেস্ক     17 January, 2022     03:50 PM    


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ । তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী (২০২৩ সালে) জাতীয় সংসদ নির্বাচনও এরকম সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে অনেক লেখালেখি হয়। এমন সুন্দর নির্বাচন হয়েছে, প্রচারণা থেকে নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোতে আওয়ামী লীগের জয়ই প্রমাণ করে শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন অবয়বে বিএনপি ভোটের মাঠে ছিল।

এ সময় তিনি আরো বলেন, অনুষ্ঠান বা দিবস ভিত্তিক বিজ্ঞাপন নেয়ার জন্য যে সমস্ত পত্রিকা বের হয় সেগুলো বন্ধের জন্য জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভুতুড়ে অনলাইন বন্ধেও কার্যক্রম চলছে।

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভালো পত্রিকার প্রয়োজন আছে। আমরা সেদিকে যাচাই-বাছাই করছি। ইতোমধ্যে ৪০০ পত্রিকা বাতিলের জন্য জেলা প্রশাসকদের কাছে তালিকা ও নির্দেশনা পাঠানো হয়েছে। ব্রিফকেসনির্ভর পত্রিকা দেশে থাকবে না; যেখানে প্রকাশক নিজেই রিপোর্টার, নিজেই বিজ্ঞাপন সংগ্রাহক। নামধারী সাংবাদিকদের যন্ত্রণায় টেকা যায় না। আমরা এ ধরনের পত্রিকা বন্ধ করবো।’