| |
               

মূল পাতা সারাদেশ গাজীপুরে ‘ফকির সেজে’ বাড়ি লুট


গাজীপুরে ‘ফকির সেজে’ বাড়ি লুট


রহমত ডেস্ক     17 January, 2022     10:52 AM    


গাজীপুরের শ্রীপুরে ফকির বেশে বাড়িতে ঢুকে লূটপাট করেছে প্রতারক চক্র। বাড়ীর গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চক্রটি।

রোববার (১৬ জানুয়ারি)  উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, সকালে বাড়িতে একা ছিলেন গৃহবধূ ফাতেমা আক্তার (১৯)। এ সুযোগে অজ্ঞাত দুই ব্যক্তি ফকির বেশে বাড়িতে প্রবেশ করেন। এ সময় আরও দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। অজ্ঞাতরা গৃহবধূকে হত্যার ভয় দেখিয়ে ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।

গৃহবধূ বাধা দিলে তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন অজ্ঞাতরা। এসময় ঘরে থাকা ক্যাবিনেট থেকে নগদ দুই লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যান।

দুপুরে জহিরুলের ছেলে মোশারফ হোসেন বাড়িতে গিয়ে ঘরের মালপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। গৃহবধূ ফাতেমা আক্তারও অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিলেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) অংকুর কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো আমরা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর শ্রীপুর