| |
               

মূল পাতা জাতীয় ২৫ জানুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী


২৫ জানুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     15 January, 2022     09:42 AM    


তিন দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদ্দিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে ২৫ জানুয়ারি ঢাকায় পৌছাবেন তিনি।

এবারে মালয়েশিয়ায়র স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ। জানা গেছে বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া সুগম করতেই তার এসফর। ২৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ।

তিনি ঢাকায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) পরিদর্শন করবেন, বাংলাদেশ- মালয়েশিয়া সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় করবেন।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত হয়েছে। ২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় সবখাতে শ্রমিক দিতে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি (এমওইউ) সই সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান আলোচনা শেষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।