| |
               

মূল পাতা জাতীয় ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ৫ শিশুসহ ২১ বাংলাদেশি


ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ৫ শিশুসহ ২১ বাংলাদেশি


রহমত ডেস্ক     08 January, 2022     09:59 AM    


পাঁচ বছর সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষ।  শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। অবৈধ পথে ভারত যাওয়ায় এতোদিন সাজা ভোগ করেন তারা।

ফেরত আসাদের মধ্যে ১০ জন নারী, ৬ জন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। তাদের বয়স ১০ থেকে ২৫ বছরের মধ্যে। এরা বাগেরহাট, খুলনা, বরগুনা, নড়াইল, মুন্সীগঞ্জ, ঢাকা ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় তারা ভারতে যায় বলে জানা গেছে। কলকাতাসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয় তারা। সেখান থেকে রেসকিউ, সংলাপ, তালাশ নামে এনজিও সংস্থা ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিভিন্ন সেইফ হোমে অবস্থান করা ২১জন নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার এসব নারী-শিশুকে ভারতে আটকের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্স-এর সমন্বিত প্রচেষ্টায় তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।