রহমত ডেস্ক 03 January, 2022 12:35 PM
রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, নির্বাচব কমিশন (ইসি) ইসি গঠনে সব দল সংলাপে অংশ না নিলেও কোন সংকট হবে না। তবে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি।
সোমবার (০৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মাহাবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন আইন করার কথা ভাবছে আওয়ামী লীগ। আগামী এক বছরের মধ্যে এটা হতে পারে।
সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া কোন পথ নেই বলেও জানান মাহাবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ঘরে ফিরুক সেটাই চায় আওয়ামী লীগ। আইন সবার জন্য সমান। আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই মুহুর্তে আর কিছু করণীয় নেই।