মূল পাতা মুসলিম বিশ্ব তিন হাজার লিটার মদ খালে ফেলল তালেবান গোয়েন্দারা
মুসলিম বিশ্ব ডেস্ক 03 January, 2022 11:50 AM
মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। অভিযানের অংশ হিসেবে প্রায় তিন হাজার লিটার মদ জব্দ করে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি খালে ফেলেছে তালেবান সরকারের অধীনস্ত একদল গোয়েন্দা কর্মকর্তা। খবর দ্য নিউজ আরব ও তোলো নিউজের।
খবরে বলা হয়, রবিবার (০২ জানুয়ারি) আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মদ বিক্রির বিরুদ্ধে তালেবান সরকারের অভিযান চলছে। এক অভিযানে ৩ হাজার লিটার মদ জব্দ করা হয়। পরে তা কাবুলের এক খালে ফেলে দেন গোয়েন্দা কর্মকর্তারা। অভিযানের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।
ওই ভিডিওতে একজন গোয়েন্দা কর্মকর্তাকে বলতে শোনা যায়, মুসলিমদের অ্যালকোহল উৎপাদন ও বিতরণ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।
সূত্র: দ্য নিউজ আরব, তোলো নিউজ