রহমত ডেস্ক 02 January, 2022 04:37 PM
ইংরেজি নববর্ষ উদযাপনের নামে নজিরবিহীন আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে রাজধানীসহ সারা দেশে প্রায় ২০০ স্থানে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
আজ (২ জানুয়ারি) রবিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আতশবাজির বিকট শব্দে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এ ধরনের অন্যায় উল্লাস জনজীবনেও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নাগরিকদের সুরক্ষা এবং অর্থ অপচয়ের রোধ করতে পটকা বা আতশবাজি ফোটানো বন্ধ করা খুবই জরুরী। বর্ষবরণকে কেন্দ্র করে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোয় রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা চেয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। অথচ এগুলো বন্ধের ব্যাপারে পুলিশ প্রশাসনের অসহায়ত্বের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, বিধর্মীদের অনুসরণে বর্ষ বরণের নামে এধরনের অবৈধ উল্লাস, অর্থের অপচয় ও বেলাল্লাপনা ইসলাম কস্মিনকালেও সমর্থন করে না। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের এসব কর্মকান্ড থেকে বিরত রাখা। বিষয়টি জন গুরুত্বপূর্ন বিবেচনা করে আগামীতে যে কোন উপলক্ষে ইসলাম ও মানবতা বিরোধি এসব আতশবাজি ও ফানুস উড়ানোব ঘটনা আইন করে কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।