| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে : নজরুল ইসলাম


গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে : নজরুল ইসলাম


রহমত ডেস্ক     29 December, 2021     09:00 PM    


মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলনের জন্য নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজ আমাদের অনেক সাথী নিখোঁজ। ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজ, হীরু… অনেক। আমরা তাদের এখনো খুঁজে পাইনি। হয়তো আন্দোলনের এই সময়ে আরও এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের অনেকে নিহতও হয়েছেন।কাজেই আমাদের মা যখন মৃত্যুর মুখে, সেই সময় অন্তত আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। সেই প্রস্তুতি নিন। আজ যারা ক্ষমতাসীন তাদের হাতেই। গণতন্ত্র বার বার নিহত এবং আহত হয়েছে। গণতন্ত্র বার বার জীবন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতা শহীদ জিয়া এবং খালেদা জিয়ার হাতে। আজও বাংলাদেশের গণতন্ত্রের এই দুঃসময়ে এই গণতন্ত্রকে পুনরায় জনগণের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব এবং সক্ষমতাও আছে বিএনপিরই। সেটা আমরা করবো আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের ভাই তারেক রহমানের নেতৃত্বে।

আজ (২৯ ডিসেম্বর) বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে ‘বিজয়ের পঙক্তিমালা’ শীর্ষক কবি কণ্ঠের কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রবীণ-নবীন কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে স্বরচিত কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও নাসিম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামালউদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক এলাহী নেওয়াজ খান সাজু, আমীরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ, বিএনপির সেলিম রেজা হাবিব, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।