| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসীদের বয়কট করতে হবে: হানিফ


পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসীদের বয়কট করতে হবে: হানিফ


রহমত ডেস্ক     23 December, 2021     06:39 PM    


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসীদের বয়কট করতে হবে। বাংলাদেশে অবস্থান করে যারা পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসী তারা পাকিস্তানের সর্মথক, তারা বাংলাদেশের শত্রু। এদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। সোনার বাংলা গড়তে হলে অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। স্বাধীনতার বিরোধীতাকারী রাজনৈতিক দলগুলোকে বয়কট করতে হবে, রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুজিববর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ।

হানিফ বলেন, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেই রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন । ‘নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা অনুসরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। 

‘ইতোমধ্যে রাষ্ট্রপতির সাথে দু’টি দলের বৈঠকও হয়েছে’ উল্লেখ করে হানিফ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। অথচ বিএনপি নেতারা এ বিষয় নিয়েও নেতিবাচক কথাবার্তা বলছেন।

তিনি বলেন, আপনারা রাষ্ট্রপতির আহবানে সংলাপে সাড়া দিন, সেখানে আপনাদের মতামত তুলে ধরুন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনার সুযোগ পাবেন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে, রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন। আপনারা সংলাপে অংশ নিয়ে পরামর্শ দিন।