| |
               

মূল পাতা আন্তর্জাতিক ট্যাক্সি চালিয়ে সংসার চালাতেন পুতিন!


ট্যাক্সি চালিয়ে সংসার চালাতেন পুতিন!


আন্তর্জাতিক ডেস্ক     13 December, 2021     10:23 AM    


সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ঐতিহাসিক রাশিয়ার অবসান ঘটে বলে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারপ হয়ে পড়ে আমাকে  ট্যাক্সি চালিয়ে সংসার চালাতে হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিতে তার এই মন্তব্য প্রকাশ করা হয়।

পুতিন বলেন, তিন দশক আগের ওই খণ্ড-বিখণ্ডতাকে এখনো অধিকাংশ মানুষ মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচনা করছেন। সোভিয়েত ইউনিয়ন নামের অধীন এক ঐতিহাসিক রাশিয়ার পতন ঘটেছে তখন।

রাশিয়ার এই বর্তমান নেতা ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন অনুগত সেবক। যখন সোভিয়েত রাশিয়ার পতন হয়, তখন তিনি হতাশ হয়ে পড়েন। একসময় এই পতনকে বিশ শতকের ভূরাজনীতির সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যায়িত করেন।

পুতিন বলেন, নিজের আয় বাড়াতে মাঝে মাঝে তাকে ট্যাক্সি চালাতে হয়েছে। কখনো কখনো তাকে বেশি অর্থ আয় করতে হতো। যে কারণে তাকে ট্যাক্সি চালক হতে হয়েছে। এ নিয়ে কথা বলায় অস্বস্তি থাকলেও ঘটনা তো তা-ই ছিল।