মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা সফরে গিয়ে করোনা আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক 09 December, 2021 02:24 PM
আমেরিকা সফরে গিয়ে করোনা শনাক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তাঁর করোনা শনাক্ত হয়। সরকারি সফরে আমেরিকা সফরে যান অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। ওয়াশিংটন থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়েস।
জয়েস জানান, দু’ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। এ কারণে করোনার উপসর্গগুলো ততোটা জোরালো নয়। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন। ব্রিটেনেও দু’বার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। সেসময় ধরা পড়েনি সংক্রমণ।
উল্লেখ্য, ব্রিটেনে ১০ দিন সফরের গত মঙ্গলবার আমেরিকা পৌঁছান বার্নাবি জয়েস।
সূত্র : ওয়াশিংটন পোস্ট