| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ২০ হাজার কোটি ডলারের মামলা


ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ২০ হাজার কোটি ডলারের মামলা


আন্তর্জাতিক ডেস্ক     07 December, 2021     02:37 PM    


গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের (মেটা) বিরুদ্ধে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা। 

গতকাল সোমবার (০৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গা ফেসবুকের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং ভুল তথ্য প্রচার রোধ না করার অভিযোগে ওই মামলা করেন। খবর বিবিসির।

তবে এ ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন তদন্তে জাতিসংঘ গঠিত স্বাধীন, সত্যানুসন্ধানী কমিশনের ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা জেনোসাইডের পক্ষে ফেসবুকে ঘৃণ্য প্রচারণা চালানো হয়েছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ নেয়নি। এর মাধ্যমে তারা কার্যত মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে।