| |
               

মূল পাতা আন্তর্জাতিক কাতারের প্রথম নির্বাচনে ২৬ নারীর সবাই হারলেন


কাতারের প্রথম নির্বাচনে ২৬ নারীর সবাই হারলেন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 October, 2021     09:15 PM    


কাতারের প্রথম আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন ২৬ জন নারী। নির্বাচনে তারা সবাই হেরেছেন। নারীদের কেউই জিততে না পারায় তারা হতাশা প্রকাশ করেছেন।

রোববার (৩ অক্টোবর) এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়, আমিরশাসিত উপসাগরীয় দেশটিতে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কোনো নারী প্রার্থীকে ভোটাররা সমর্থন না করায় বেশ হতাশই তারা।

কাতারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৩ দশমিক ৫ শতাংশ।

প্রসঙ্গত, কাতারে রাজনৈতিক দল নিষিদ্ধ। দেশটির আইনসভার ৪৫টি আসনের মধ্যে ৩০টিতে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বাকি আসনগুলোতে নিয়োগ দেবেন কাতারের আমির। আইনসভার মনোনীত ও নির্বাচিত সদস্যদের অধিকার ও দায়িত্ব একই থাকবে। তাঁরা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। এ ছাড়া নির্বাহী কর্তৃপক্ষের ওপর তাঁদের নিয়ন্ত্রণ থাকবে।

/জেআর/