মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানে কৌশলগত কারণে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছি : মার্কিন সেনাপ্রধান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 29 September, 2021 05:59 PM
আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ আমেরিকার কৌশলগত ব্যর্থতা ছিল বলে মন্তব্য করেছেন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) পার্স টুডের খবরে বলা হয়, মার্ক মিলিকে গত মঙ্গলবার কংগ্রেসে আফগানিস্তানে মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারণ সম্পর্কে শুনানি করতে তলব করা হয়। একই সময়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও তলব করা হয়।
এ সময় সিনেটের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘আফগান বাহিনীর আকস্মিক ধসে পড়ার ঘটনায় পেন্টাগনের হিসাব-নিকাশ বদলে গেছে। বাস্তবতা হচ্ছে- আমরা ও মিত্ররা আফগান যে বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলাম তা কর্পুরের মতো উড়ে গেছে, বেশির ভাগ জায়গায় তারা একটি গুলিও ছুঁড়তে পারে নি।’
শুনানিতে মার্ক মিলি বলেন, ‘আফগান যুদ্ধ ছিল কৌশলগত ব্যর্থতা। এছাড়া একে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।’
তিনি বলেন, সবচেয়ে বড় ব্যর্থতা হলো আফগান সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে মার্কিন বাহিনীর ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল।
/জেআর/