| |
               

মূল পাতা ইসলাম চাঁদ দেখা যায়নি, আশুরা ২০ আগস্ট


চাঁদ দেখা যায়নি, আশুরা ২০ আগস্ট


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 August, 2021     01:03 AM    


দেশের আকাশে আজ কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার ৩০ দিন পূর্ণ করে জিলহজ মাস গণনা শেষ হবে। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হবে নতুন হিজরি বর্ষের গণনা। এই হিসাবে আগামী ২০ আগস্ট  ১০ মহররম অর্থাৎ পবিত্র আশুরা পালিত হবে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফাউন্ডেশন জানায়, সোমবার বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়। মুসলমানসহ বিশ্বের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায় তথা আসমানি কিতাবের অনুসারীদের কাছে আশুরা অতি পবিত্র, গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন। ইসলামের ইতিহাসের বহু উল্লেখযোগ্য ঘটনার জন্য এই দিনটি বিশেষভাবে মহিমান্বিত হয়ে আছে।

/জেআর/