| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভবিষ্যৎ যুদ্ধে ইসরাইলের পতনের মঞ্চ প্রস্তুত: ইরান


ভবিষ্যৎ যুদ্ধে ইসরাইলের পতনের মঞ্চ প্রস্তুত: ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 August, 2021     12:10 PM    


ভবিষ্যৎ যুদ্ধে ইসরাইলের পতনের মঞ্চ প্রস্তুত বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ভুলক্রমে ভবিষ্যৎ যে যুদ্ধ শুরু করা হবে, তাতে তাদের পতনের মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে।

সম্প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে  তেহরানে এক বৈঠকে এ কথা বলেন জেনারেল সালামি। খবর পার্স টুডের।

তিনি বলেন, হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক শক্তি নয় বরং এই সংগঠন লেবাননের সমস্ত জনগণের মধ্যে বিরাট মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। হিজবুল্লাহ লেবাননের জাতিকে সম্মানিত করেছে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এই সংগঠনটি জিহাদি ক্ষেত্রের ভেতরে থেকে জন্মলাভ করেছে এবং বেড়ে উঠেছে সে কারণে ইহুদিবাদী শত্রুরা ভালো করেই এর শক্তির বিস্তৃতি ও গভীরতা সম্পর্কে জানে।

প্রসঙ্গত, সম্প্রতি অবৈধ রাষ্ট্র ইসরাইল লেবাননে ও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলার কড়া জবাব দেয়।

/জেআর/