| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কোরআন হাতে শপথ নিলেন ইরানের ৮ম প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি


কোরআন হাতে শপথ নিলেন ইরানের ৮ম প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 August, 2021     04:42 AM    


ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইবরাহিম রাইসি। পশ্চিমাদের কট্টর সমালোচক এই নেতা ৮ম প্রেসিডেন্ট হিসেবে আগামী ৪ বছর ইরান সরকারের দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণের সময় তিনি কোরআন হাতে ধারণ করে ছিলেন।

বৃহস্পতিবার তেহরানে দেশটির পার্লামেন্টে এক অনুষ্ঠানে রাইসি কুরআন হাতে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে ইরানে ৬০ বছর বয়সী এ নতুন প্রেসিডেন্ট বলেন, ইরানিরা চায় সে দেশের স্বাধীনতা বজায় থাকুক এবং বিদেশিদের গুণ্ডামি বন্ধ হোক।

এ সময় রাইসি আরও বলেন, আমি সব দেশ, বিশেষ করে এই অঞ্চলের দেশগুলোর প্রতি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।

শপথ পড়ার আগে রাইসি প্রত্যয় ব্যক্ত করেন, তিনি ইরানকে শক্তিশালী করবেন এবং বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করবেন।

/জেআর/