রহমতটোয়েন্টিফোর ডেস্ক 19 July, 2021 01:55 PM
লাব্বায়িক, আল্লাহুম্মা লাব্বায়িক- পবিত্র ও হৃদয়স্পর্শী মহামহিম এই ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফার ময়দান। এর মধ্য দিয়ে সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
আজ ফজরের পর মিনায় ফজরের নামাজ আদায় করেই ‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে হজযাত্রীরা আরাফাতের ময়দানে গিয়ে নিজ নিজ খিমায় তাশরিফ নেন। গোনাহ থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে সমবেত হাজিরা দিনভর আল্লাহর দরবারে আকুতি জানাবেন।
সারা দিন এখানে অবস্থান শেষে সূর্যাস্তের পর হাজিদের মুজদালিফায় নিয়ে যাওয়া হবে। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাতে সেখানে অবস্থান করবেন। পরে ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় ফিরবেন।
/জেআর/