মূল পাতা আন্তর্জাতিক উইঘুর মুসলিমদের আটকে রেখে চীনের বানানো পণ্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 15 July, 2021 02:11 AM
চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতন দীর্ঘ দিনের। এ নিয়ে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ অনেকেই প্রতিবাদী ভূমিকা রাখছে। এবার চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে আটক রেখে তাদের দিয়ে জোর করে বানানো পণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
এসব চীনা পণ্যে নিষেধাজ্ঞা জারি করতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকা। খবর রয়টার্সের।
বুধবার (১৪ জুলাই) আমেরিকার সিনেটে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে। চীনের শিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে সিনেটে ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ পেশ করলেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কেলে।
রুবিও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সরকার যে অপরাধ করে চলেছে দিনের পর দিন, তা থেকে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে যদি কেউ মুনাফা করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না।
উল্লেখ্য, যেহেতু সিনেটে বিলটি পাশ হয়েছে। এর পর এই বিল চলে যাবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে। কংগ্রেসের দুই কক্ষে এই বিল পাশ হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন তাতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে ওই বিল।
/জেআর/