| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তুর্কি সেনারা আফগানিস্তান না ছাড়লে জিহাদের হুঁশিয়ারি তালেবানের


তুর্কি সেনারা আফগানিস্তান না ছাড়লে জিহাদের হুঁশিয়ারি তালেবানের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 July, 2021     03:13 PM    


তুরস্কের সেনারা আফগানিস্তান না ছাড়লে জিহাদের হুঁশিয়ারি দিয়েছে তালেবান। হুমকি দিয়ে তালেবান বলছে, তুরস্ক যদি আফগানিস্তানে তাদের সেনাবাহিনীর উপস্থিতির মেয়াদ বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ‘জিহাদ’ করবে তালেবানরা। তাদেরকে দেখা হবে দখলদার হিসেবে। খবর ভয়েস অব আমেরিকার।

বিবৃতিতে তালেবানরা বলেছে, আমাদের দেশে যেকোনো বিদেশি শক্তির উপস্থিতিকে আমরা দখলদার হিসেবে বিবেচনা করি।

ভয়েস অব আমেরিকা লিখেছে, আগামী মাসের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্রদের সব সেনা প্রত্যাহার করার পর কাবুল বিমানবন্দর নিরাপদ রাখার জন্য তুরস্ককে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপর বিস্তারিত না জানিয়ে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, বিমানবন্দর নিরাপদ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওয়াশিংটনের সঙ্গে তিনি একমত হয়েছেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের এমন চুক্তির নিন্দা জানিয়েছে তালেবানরা। তারা তুরস্ককে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

/জেআর/