| |
               

মূল পাতা আন্তর্জাতিক ব্রিটেনে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হলেন সাজিদ জাভেদ


ব্রিটেনে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হলেন সাজিদ জাভেদ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 June, 2021     03:15 PM    


ব্রিটেনে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাজিদ জাভেদ। তিনি এর আগে দেশটির অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (২৬ জুন) রাতে প্রধানমন্ত্রী বরিস জনসন সাজিদ জাভেদকে নিয়োগ দেন। দেশটিতে বিতর্কের জেরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর নতুন করে সাজিদ জাভেদকে নিয়োগ দেওয়া হলো।

এর আগে ব্রিটেনে করোনা সংক্রমণরোধী সতর্কতামূলক ব্যবস্থা চালু থাকার মধ্যেই ম্যাট হ্যানকক নিজের সহকর্মীকে জড়িয়ে ধরার ও চুমু খাবার ছবি প্রকাশিত হলে তুমুল সমালোচনা শুরু হয়। সমালোচনার জেরে শনিবার পদত্যাগ করেন ম্যাট হ্যানকক।

প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি ক্ষমা চেয়ে বলেন, ‘মহামারির মধ্যে ত্যাগ স্বীকার করা মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সংক্রমণ রোধের নির্দেশনা আমি ভাঙার মাধ্যমে আমরা তাদের মাথা নিচু করে দিয়েছি।’

এ ঘটনার পরই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাজিদ জাভেদ। তিনি এখন দেশটির প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী।

/জেআর/