মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কের প্রস্তাবে রাজি না তালেবান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 12 June, 2021 12:13 PM
মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের আফগানিস্তানে থেকে যেতে চাওয়ার প্রস্তাবে রাজি না তালেবান। সংশস্ত্র গোষ্ঠীটি বলছে, ২০২০ সালের চুক্তি মেনে অবিলম্বে তুরস্কের সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে। খবর আল-জাজিরার।
তুরস্ক জানিয়েছিল, যতদিন না বিদেশি সকল সেনা আফগানিস্তান না ছাড়ছে ততদিন তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায়। কিন্তু তালেবান তুরস্কের এমন দাবি মেনে নিতে নারাজ।
তালেবান বলছে, অন্য দেশের সেনাদের সঙ্গে তুরস্কের সেনাদেরও চলে যেতে হবে। তুরস্ক যেহেতু ন্যাটোর হয়ে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাই চুক্তি অনুযায়ী ন্যাটোর সকল সেনাদের মতো তাদেরও ফিরে যেতে হবে। তালেবান নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে।
প্রসঙ্গত, আফগানিস্তান যেকোনো সমুদ্র পথ থেকে বিচ্ছিন্ন হওয়ায় দেশটির বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ব্যবহার করেই সেনা প্রত্যাহার করতে হচ্ছে আন্তর্জাতিক বাহিনীকে। তুরস্কের সেনাবাহিনী শেষ সময় পর্যন্ত এটির নিরাপত্তা দিতে পারলে পুরো প্রক্রিয়াটি নিরাপদ হতে পারত।