রহমতটোয়েন্টিফোর ডেস্ক 10 June, 2021 02:28 PM
আবদুল হক নামের এক আসামির ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে দিনাজপুর জেলা কারাগারে প্রথমবারের মতো ফাঁসি কার্যকর হলো।
গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে স্ত্রী হত্যার দায়ে আদালতে দণ্ডপ্রাপ্ত ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।
জেল সূত্রে জানা যায়, আসামি আবদুল হকের ফাঁসি কার্যকর করেন অহিদুল ইসলাম নামের একজন জল্লাদ। ফাঁসির পর আসামির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাধীনতার পর দিনাজপুর জেলা কারাগারে এটিই প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে আবদুল হক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরের দিন ৯ ফেব্রুয়ারি আবদুল হকের শ্বশুর বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর দিনাজপুর দিনাজপুর সদর