মূল পাতা আন্তর্জাতিক হামাসের হুঁশিয়ারিতে আল-কুদসে প্যারেড বাতিল করল ইসরাইল
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 08 June, 2021 01:49 PM
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুঁশিয়ারিতে আল-কুদসে প্যারেড অনুষ্ঠান বাতিল করল অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলের উগ্র-ডানপন্থী গোষ্ঠী। পবিত্র জেরুজালেমে বিতর্কিত এ প্যারেড অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
সোমবার (৭ জুন) ইসরাইলি পুলিশ এটি বাতিল করার ঘোষণা দেয়। আগামী বৃহস্পতিবার কথিত পাতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল ওই উগ্র ডানপন্থী গোষ্ঠী।
পতাকা মিছিলের আয়োজক গ্রুপের এক মুখপাত্র বলেন, ‘আমাদেরকে পুলিশ এ ধরনের মিছিলের অনুমতি দেয়নি। পুলিশ এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতি এই ধরনের মিছিল বের করার সুযোগ দিচ্ছে না।’
এর আগে, হামাসের একাধিক নেতা এ এ প্যারেড অনুষ্ঠান বন্ধ করার আহ্বান জানান। এর জেরে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে তারা সতর্ক করে দিয়েছিলেন। হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে।