| |
               

মূল পাতা উপমহাদেশ পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন মমতা


পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন মমতা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 May, 2021     07:50 PM    


উগ্র হিন্দুত্ববাদী দল মোদির বিজেপিকে বিপুল ভোটে হারিয়ে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল তৃণমূল কংগ্রেস রাজ্যে ২১০টিরও বেশি আসন পেয়েছে। ক্ষমতায় আসার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন।

রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের আট দফার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল।

আরও দুটো আসনের নির্বাচন বাকি আছে। এসব আসনের প্রার্থীরা করোনায় মৃত্যুবরণ করায় আগামী ১৬ মে এগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।