| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ‘১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে’


‘১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 April, 2021     09:45 PM    


১০ মে’র মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১০ মের মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির ৬৭তম সভা এবং আরএমজি টিসিসি কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

সভার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

প্রতিমন্ত্রী এ সময় সভায় আরো বলেন, ‘যেকোনো খাতের শ্রমিকদের আগের কোনো মাসের বেতন বকেয়া থেকে থাকলে সেটিও ১০ মের মধ্যে পরিশোধ করতে হবে।’