| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাল্টা ব্যবস্থা : ইইউর সঙ্গে সব আলোচনা বন্ধ করল ইরান


পাল্টা ব্যবস্থা : ইইউর সঙ্গে সব আলোচনা বন্ধ করল ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 April, 2021     01:55 PM    


নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইউরোপীয় জোটের সঙ্গে সব ধরনের আলোচনা বাতিল করেছে ইরান। একই সঙ্গে তেহরানের পক্ষ থেকে পাল্টা নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

গত সোমবার এসব কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, ইউরোপীয় জোটের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। এই নিষেধাজ্ঞা ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ হতে ইরানের আট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের সম্পদ জব্দ করার মতো নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি এ কথা বলেন। যেসব ব্যক্তির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি রয়েছেন।
-জেড