| |
               

মূল পাতা আন্তর্জাতিক মিয়ানমারে চলছে গুলি, একদিনে নিহত ৮০


মিয়ানমারে চলছে গুলি, একদিনে নিহত ৮০


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 April, 2021     10:56 AM    


সেনাশাসন বিরোধী আন্দোলনে মিয়ানমারজুড়ে দমনপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এবার আন্দোলন দমনে দেশটির বাগো শহরে একদিনেই ৮০ জনের বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এসব মৃত্যুর বিষয় জানিয়েছে সে দেশের অ্যাক্টিভিস্টরা। বিবিসির এক প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারী অস্ত্র ব্যবহার করেছে সেনাবাহিনী। বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে বলতে দেখা যাচ্ছে, রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নিপীড়ন যেন এখন গোটা দেশটির মানুষের উপর ফিরে এসেছে।
-জেড