| |
               

মূল পাতা করোনাভাইরাস বিশ্বজুড়ে সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ


বিশ্বজুড়ে সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 February, 2021     10:11 AM    


ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেবে মহামারি করোনাভাইরাস- এমন স্বপ্নই দেখছে বিশ্ববাসী। এর মধ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি)  সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ দেখল বিশ্ব। এদিন ৩ মাসের বেশি সময়ের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যুও দেখা গেল বিশ্বজুড়ে।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭২ হাজার ৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে যা ৪ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৪ অক্টোবর ২ লাখ ৬১ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৩ জন যা ৩ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৮ নভেম্বর ৬ হাজার ২৩৩ জন মারা যান। গত ৮ জানুয়ারি প্রায় ৮ লাখ সাড়ে ৪৫ হাজার জন করোনা সংক্রমিত হন যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়।

গত ২০ জানুয়ারি করোনায় সর্বোচ্চ ১৭ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি ৮ হাজার ২২০ জন মারা যান। তবে ফের করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী হয়। গত দুই দিন ফের কমে আসে করোনায় মৃত্যু।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ১৮ হাজার ৭শ’র বেশি।
-জেড