| |
               

মূল পাতা জাতীয় শিক্ষাব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে: মাওলানা হামিদী


শিক্ষাব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে: মাওলানা হামিদী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 January, 2021     12:46 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন,ইসলামী সরকার ব্যবস্থা না থাকার কারণে সরকার দেশের মানুষের ঈমানের হেফাজত করছে না। আর ঈমানের পরিপূর্ণতা না থাকার  কারণে মানুষ গণহারে গুনাহের কার্যকলাপে লিপ্ত হচ্ছে। মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টির জন্য দেশের শিক্ষাব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন,ইসলামী সরকার ব্যবস্থা না থাকার কারণে সরকার দেশের মানুষের ঈমানের হেফাজত করছে না। আর ঈমানের পরিপূর্ণতা না থাকার  কারণে মানুষ গণহারে গুনাহের কার্যকলাপে লিপ্ত হচ্ছে। মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টির জন্য দেশের শিক্ষাব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

শুক্রবার (২৯ জানুয়ারি, ২০২১) সকাল ০৯.০০ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ খেলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কতৃক আয়োজিত ‘ঈমানের পরিচয় ও ঈমান ভঙ্গের কারণ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলেম মুফতি শামসুদ্দোহা আশরাফি। অন্যান্যের মধে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান, মোফাচ্ছির হোসাইন, হাফেজ জাকির বিল্লাহ, মো: জাকির হোসাইন, শাহীনুর আলম প্রমূখ।